এবারের বিশ্বকাপ ক্রিকেটে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শচীন টেন্ডুলকার

খেলা ডেস্কঃ আইসিসি ২০২৩-এর বিশ্বকাপ ক্রিকেটের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম ঘোষণা করা হয়েছে।

এতে ২০১৫ সালের পর আবার আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শচীন টেন্ডুলকার।

২০১৯ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্রীলংকার মাহেলা জয়াবর্ধন। শচীন বিশ্বের ক্রিকেট আইকন। ১০০টি সেঞ্চুরি আছে তার। বিশ্বের সব থেকে বেশি রান শচীনের।

ভারতে তাকে ক্রিকেটের ঈশ্বর বলে বর্ণনা করা হয়ে থাকে। এবারের বিশ্বকাপ যেহেতু ভারতে এককভাবে অনুষ্ঠিত হচ্ছে তাই শচীনকে দ্বিতীয়বার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে দ্বিধা করেনি আইসিসি।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, শচীন বিশ্বকাপ ক্রিকেটের প্রচার এবং প্রসার ঘটাবেন। শচীন টেন্ডুলকার আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সব মাঠে উপস্থিত থাকবেন।