এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জ পৌর এলাকায় চলছে হরতাল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর মেয়র আবদুল্লাহ আল মামুনের ডাকে এ হরতাল পালিত হচ্ছে।

হরতালে পৌর এলাকার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা রয়েছে। বন্ধ থাকা সব দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কালো ব্যাচ ধারণ করেছেন।

হরতাল চলাকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে চার যুবক দেখা করার কথা বলে এমপি লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় এমপিকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এমপিকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।