এরদোগানের আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন সিসি

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে শিগগিরই দেশটির সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

তুর্কি সংবাদমাধ্যমটি জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সালিহ মুতলু সেন, যিনি বর্তমানে কায়রোতে তুরস্কের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন, বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোগান শিগগিরই তুরস্ক সফরের জন্য মিশরীয় নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে, এরদোগান সম্প্রতি নির্বাচনে বিজয়ী হলে তাকে অভিনন্দন জানাতে ফোন করেন মিশরের প্রেসিডেন্ট আল ফাত্তাহ আল সিসি। ওই সময় সিসিকে আঙ্কারা সফরের আমন্ত্রণ জানান এরদোগান।

খবরে বলা হয়েছে, মিশরীয় প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন। আসছে ঈদুল আজহার ছুটির পরই তিনি আঙ্কারা সফর করতে পারেন। আগামী ২৮ জুন দেশটিতে কুরবান বায়রাম বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে।