এরিকসেনের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হবে

হাসপাতালে চিকিৎসাধীন আছেন ড্যানিশ তারকা। তাঁর হৃদযন্ত্র স্বাভাবিকভাবে সচল রাখার নতুন করে যন্ত্র (এক ধরনের পেসমেকার) বসানো হবে। ডেনমার্ক ফুটবলের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম গোল ডটকম।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ডেনমার্ক জাতীয় দলের চিকিৎসক মোর্টেন বোয়েসেন জানিয়েছেন, এরিকসেনের হৃদযন্ত্র স্বাভাবিকভাবে রাখতে যন্ত্র বসানো হবে।

বিবৃতিতে বোয়েসেন বলেন, ‘ক্রিস্টিয়ানের হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষার পর সিদ্ধান্ত হয়েছে তাঁর শরীরে আইসিডি বসানো উচিত। হৃদরোগে আক্রান্ত হওয়া রোগীদের এই যন্ত্রটা দরকারি। বিদেশের অনেক চিকিৎসকরাই এই পরামর্শ দিয়েছেন। এরিকসেন নিজেও এই ব্যাপারে সায় দিয়েছেন।’

এরিকসেনের শরীরে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) বসানো হবে। এটি পেসমেকারের মতো একটি ছোট ইলেকট্রোনিক ডিভাইস, যা কার্ডিয়াক অ্যারেস্ট প্রতিরোধ করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার কাজ করে।