এশিয়া কাপ জমে গেছে: মাশরাফি

খেলা ডেস্কঃ এশিয়া কাপে আফগানিস্তানকে রোববার রাতে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে খেলাও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এমন ম্যাচটি পুরোপুরি নিজেদের রঙে রাঙালেন মিরাজ-শান্ত।

রোববার মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৩৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

৩৩৫ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় আফগানিস্তান। ৮৯ রানের বিশাল ব্যবধানে জয়ে বি গ্রুপ থেকে কার্যত সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের ৮৯ রানের বিশাল জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে পোস্ট করেছেন, ‘এশিয়া কাপ জমে গেছে। অভিনন্দন বাংলাদেশ।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানদের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ে টাইগাররা দুটি মূল্যবান পয়েন্ট পেয়েছে।’

শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের রান রেট এখন যথাক্রমে +০.৯৫১, +০.৩৭৩ ও -১.৭৮০। আজ যে কোনো ব্যবধানে জিতলেই সুপার ফোরে চলে যাবে শ্রীলংকা। অন্যদিকে ব্যবধান অনেক বড় না হলে জিতলেও বিদায় নিতে হবে আফগানিস্তানকে।

অনেক বড় ব্যবধানে জিতে আফগানিস্তান যদি রানরেটে বাংলাদেশকে ছাড়িয়ে যায় সেক্ষেত্রে আবার শ্রীলংকার রানরেট নেমে যাবে বাংলাদেশের নিচে। তখন বিদায় নেবে শ্রীলংকা। ফলে আজকের ম্যাচের ফল যা-ই হোক না কেন, বাংলাদেশ সুপার ফোরে খেলবেই।