ওই দিন অন্তত ২৫ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের জন্য জনমত গঠন অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবসের সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ৭ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, একটি আন্তর্জাতিক পত্রিকায় এমন তথ্য এসেছে, যেটি সঠিক নয়। ওই দিন অন্তত ২৫ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেনোসাইড স্কলার ড. হেলেন জারভিস ও ফাউন্ডিং প্রেসিডেন্ট অব জেনোসাইড ওয়াচের প্রফেসর গ্রেগরি স্ট্যানটন।

বাংলাদেশের গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সমর্থন দেন তারা।