ওয়েস্টহামের বিপক্ষে আর্সেনালের জয়

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি আর্সেনাল। নিজেদের চেয়ে দুর্বল ওয়েস্টব্রুমউইচ এলবিয়নের বিপক্ষে হারের পর ম্যানসিটির বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছে দলটি। তবে গতকাল ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে গানাররা।

ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে এ জয়ে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক ধাপ পিছনে ঠেলে দিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে আর্সেনাল। বুধবার রাতে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আসের্নাল। প্রথমার্ধে গোলশূন্য গানাররা গোলের মহড়া শুরু করে বিরতির পর।

বিশ্রাম শেষে ম্যাচের ৫৮ মিনিটে মেসুত ওজিলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ডি বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন জার্মান এ তারকা। এর দশ মিনিট পর ওজিলের সহায়তার ব্যবধান দিগুণ করেন থিও ওয়ালকট। ঘরের মাঠের ম্যাচের ৮৩তম মিনিটে অ্যালেক্স অক্সালেইড চেম্বারলিনের বাড়িয়ে দেওয়া বল থেকে ওয়েস্টহামের জালে শেষ গোলটি করেন ওলিভিয়ের ‍জিরু। শেষপর্যন্ত আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

ইংলিশ লিগে গতকাল রাতে অপর ম্যাচে এএফসি বোর্নমাউথের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে লিভারপুল।

এ জয়ে ২৯ ম্যাচ শেষে পঞ্চম স্থানে উঠে আসা আর্সেনালের পয়েন্ট ৫৪। ৩১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে ওয়েস্টহাম ইউনাইটেড। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লিভারপুল। আর ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে চেলসি।