কংগ্রেসে মিথ্যা বলার কথা স্বীকার ট্রাম্পের সাবেক আইনজীবীর

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন স্বীকার করেছেন যে, তিনি কংগ্রেসে ট্রাম্পের পক্ষ নিয়ে মিথ্যা বলেছিলেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াতে ট্রাম্পের সম্পত্তির চুক্তির বিষয়ে মিথ্যা বলেছিলেন ওই আইনজীবী।

কংগ্রেসে মিথ্যা বলার ঘটনায় নিজেকে অপরাধী মনে করছেন কোহেন। তিনি জানিয়েছেন, ট্রাম্পের প্রতি বিশ্বস্ততার কারণেই তিনি মিথ্যা বলেছিলেন। আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তার সাবেক এই ডানহাত কম শাস্তি পাওয়ার জন্য প্রসিকিউটরদের কাছে মিথ্যা বলেছেন।

২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্তের অংশ হিসেবে একটি বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সেখানেই নিজের অপরাধ স্বীকার করে কোহেন জানান তিনি মিথ্যা বলেছিলেন।

গত আগস্টে নির্বাচনী প্রচারণায় অর্থায়নের আইন ভেঙেছেন বলে দোষ স্বীকার করে নেন কোহেন। নির্বাচনের সময় মুখ বন্ধ রাখার জন্য লোকজনকে অর্থ দেয়া হয়েছিল যা নির্বাচনী আইন ভঙ্গ করেছে।

বৃহস্পতিবার সকালে ম্যানহাটনে এক ফেডারেল বিচারপতির অধীনে ৫২ বছর বয়সী কোহেন কংগ্রেসে মিথ্যা বিবৃতি দেয়ার কথা স্বীকার করে নেন।