কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা

কক্সবাজার প্রতিনিধি : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

এতে উপজেলার দুই শতাধিক গ্রামের ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে উপজেলা দু’শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে রয়েছে। বন্যাদুর্গত সিংহভাগ মানুষের আশ্রয়স্থল এখন উচুঁ টিলা, বিভিন্ন সড়ক ও মহাসড়কের ওপর। এই অবস্থায় বেকায়দায় পড়েছেন শিশু, নারী ও বৃদ্ধরা। গত তিনদিন ধরে এই অবস্থা অব্যাহত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন ত্রাণ তৎপরতা চালানো হয়নি।

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ এলাকায় আশ্রয় নেওয়া আরিফ, খতিজা, রহিম ও মাবিয়া বলেন, ‘এবারের ভয়াবহ বন্যায় আমাদের দুর্বিষহ জীবন-যাপন করতে হচ্ছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে এক মুঠো খাবারও পাওয়া যায়নি। গত তিনদিন ধরে আমরা খাবার ও বিশুদ্ধ পানি না পেয়ে চরম কষ্ট আছি।’

কৈয়ারবিলের বাসিন্দা ছৈয়দ আহমদ বলেন, ‘বন্যার পানি বাড়ির চালা পর্যন্ত উঠেছে। এতে গত তিনদিন ধরে অনাহারে-অর্ধাহারে পরিবার সদস্যদের নিয়ে পাশ্ববর্তী একটি ভবনের ছাদে আশ্রয় নিয়েছি।’

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন লাখ মানুষের বিপরীতে মাত্র এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণের জন্য। তবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এই বরাদ্দ প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। আরো বেশি করে ত্রাণ তৎপরতা চালানো হবে।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘চকরিয়ার ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানো হয়েছে। সেখান থেকে বন্যার্তদের জন্য যা যা করণীয় তা করার আশ্বাস দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এবারের ভয়াবহ বন্যায় একজন মানুষও মারা যায়নি। একজন মানুষও যাতে খাবার ছাড়া না থাকে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম বলেন, ‘চারদিনের অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তিন লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে তাদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য জেলা প্রশাসন থেকে একলাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে আরো ত্রাণ তৎপরতা চালানো হবে। পুরো উপজেলার কোথাও ১২ ফুট আবার কোথাও ৭-৮ ফুট পানির নিচে তলিয়ে থাকায় অঘোষিতভাবে বন্ধ রয়েছে প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী বন্যার্তদের বিষয়ে খুবই আন্তরিক। তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বন্যাদুর্গত একজন মানুষও যাতে অভুক্ত না থাকে। সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান, মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় নদীতে পানি বেড়েছে। তবে বৃষ্টিপাত কমে গেলে এ অবস্থার উন্নতি হবে।