কক্সবাজারে ঈদগড়ে গুলি করে দুই যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে গুলি করে দুই যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে ঈদগড়ের ব্যাঙডেবা জেরি রাস্তার মাথা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানান ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মোর্শেদ।

অপহৃত দুই ব্যক্তি হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মোহাম্মদ করিমের পুত্র মোটরসাইকেল চালক নুরুল আমিন (২৬) ও বাইশারি পাহাড় এলাকার ওসমান গণির পুত্র সাদ্দাম হোসেন (৩০)। এ সময় পুনর্বাসন পাড়ার মোহাম্মদ সাদিকের পুত্র জসীম উদ্দিন (২৬) পালিয়ে এসেছেন।

ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মোর্শেদ জানান, নুরুল আমিন, সাদ্দাম হোসেন ও জসীম উদ্দিন মোটরসাইকেলে বাইশারি যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে একজন মাটিতে পড়ে যান। ঘটনাস্থল থেকে পালিয়ে যান জসীম উদ্দিন। পরে দুইজনকে মোটরসাইকেলসহ পাহাড়ের দিকে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুক্তিপণ আদায়ের জন্য তাদের অপহরণ করা হতে পারে। অপহৃতদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।