কখনও খারাপ খবরের শিরোনাম হবো না

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ নেতাকর্মীদের খারাপ সংবাদের শিরোনাম না হওয়ার শপথ পড়ালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলোচনায় ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাকর্মীদের এ শপথবাক্য পাঠ করান।

এ সময় ছাত্রলীগ নেতারাও দাঁড়িয়ে হাত তুলে শপথবাক্য পাঠ করেন, ‘আমরা কখনও খারাপ খবরের শিরোনাম হবো না।’

শপথ পড়ানোর পর ওবায়দুল কাদের বলেন, ‘মনে থাকবে তো?’। ছাত্রলীগের নেতা-কর্মীরও একসঙ্গে বলেন, ‘হ্যাঁ, মনে থাকবে।’

ছাত্রলীগ নেতাকর্মীদের সাত ঘণ্টার বেশি না ঘুমাতে এবং ভোরে ঘুম থেকে ওঠারও তাগিদ দেন আওয়ামী লীগের এ নেতা।

তিনি বলেন, ‘ছাত্রলীগ বাজে খবরের শিরোনাম হলে সেটা ভালো লাগে না। ছাত্রলীগকে সুনামের ধারা অব্যাহত রাখতে হবে। সাত ঘণ্টার বেশি ঘুমের প্রয়োজন নেই। সকাল ১১টায় ঘুম থেকে ওঠার প্রয়োজন নেই। খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে।’

‘২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শক্তি প্রয়োগ, টেন্ডারবাজি, অভ্যন্তরীণ কোন্দলের কারণে মারামারি ও খুনোখুনির জন্য খবরের শিরোনাম হয়েছে। গত কয়েক মাসেও চট্টগ্রাম এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন্দলের কারণে সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন সংগঠন থেকে ছাত্রলীগে অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে। অনুপ্রবেশকারীদের বিষয়ে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে।’

‘বাংলাদেশে ভাল কথা বেড়ে গেছে। তবে ভাল কথার তুলনায় ভাল কাজ কম হয়। এই দেশে যারা বেশি দুর্নীতি, অনিয়মের কথা বলে তলে তলে তারাই বেশি দুর্নীতি ও অনিয়ম করে। আমি ছাত্রলীগকে সেভাবে দেখতে চাই না, নেত্রীও দেখতে চান না।’

শেখ হাসিনাকে স্টেটসম্যান আখ্যা দিয়ে কাদের বলেন, ‘এত উন্নয়ন এত অর্জন আজ সারাবিশ্বে বাংলাদেশ মডেল। শেখ হাসিনা আজ রাষ্ট্রনায়ক। তিনি একই সঙ্গে পলিটিশিয়ান ও স্টেটসম্যান।’

‘তিনি এখন ব্যক্তিত্বের নেতৃত্বে সৌরভে গৌরবে অনেক উচ্চতাকে ছুঁয়েছেন’– প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন ওবায়দুল কাদের।

এ সময় আরো বক্তব্য রাখেন, জনপ্রিয় অভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।