কটু কথা এড়িয়ে চলার কৌশল

প্রতিনিয়তই আমাদের নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয়। নানান মানুষ নানা কটু মন্তব্য- ও করে। এর জন্য অনেকেই মানসিক স্বস্তি হারিয়ে ফেলেন।

তাই মানসিক প্রশান্তি ধরে রাখতে সব কথায় কান দেয়া উচিত না। কটু কথা হজম করার জন্য কিছু কৌশল অবলম্বন করুন।

  • কেউ কটু কথা বললে তার সাথে তর্কে না গিয়ে চুপ থাকুন
  • কেউ যদি বাড়াবাড়ি করে তবে তাকে সতর্ক করে দিন
  • শান্ত থাকুন 
  • কেউ কটু কথা বললে তা মূল্যায়ন করবেন না।
  • কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তবে তার বিপরীতে আপনি ভালো ব্যবহার করুন। মনে রাখবেন, ব্যবহারে বংশের পরিচয়।
  • অন্যের কথায় মন না দিয়ে নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখুন।