কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিটের জন্য ঢল নেমেছে টিকিটপ্রত্যাশীদের

নিজস্ব প্রতিবেদক : কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিটের জন্য ঢল নেমেছে টিকিটপ্রত্যাশীদের। একেকটি লাইন স্টেশন ছেড়ে বাইরে চলে এসেছে।

বৃহস্পতিবার দেওয়া হচ্ছে ১০ সেপ্টেম্বরের টিকিট। তবে চাহিদা অনুযায়ী টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘প্রতিদিন ২১ হাজার টিকিট দেওয়া হচ্ছে। এই টিকিট দিয়ে যে সবার চাহিদা পূরণ হবে তাও কিন্তু নয়। সে ক্ষেত্রে কেউ হয়তো টিকিট নাও পেতে পারেন। তবে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করে শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি কাউন্টার খোলা থাকছে।’

বৃহস্পতিবার সকালে স্টেশনে গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। স্টেশনের পাশের থানা ভবনের সামনে পর্যন্ত গড়িয়েছে লাইন। এদিকে নারীদের জন্য একটি মাত্র কাউন্টার থাকায় টিকিট পেতে তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

মালিবাগের সেন্টু মিয়া জানান, বুধবার রাতে এসে লাইনে দাঁড়িয়েছেন। লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট হলেও টিকিট পেয়ে খুশি তিনি।

গেন্ডারিয়া থেকে চট্টলা এক্সপ্রেসের টিকিটের জন্য এসেছিলেন নিজাম উদ্দিন। তিনি বলেন ‘ভোরে লাইনে দাঁড়িয়েছি। তিনটি টিকিট কিনেছি। পরিবার নিয়ে গ্রামের বাড়ি ঈদ করব।’

তবে অনেকেই স্টেশন ত্যাগ করছিলেন টিকিট না পেয়ে।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘ভিড়ের ভেতর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই।’