করাচিতে ভবনধসে নিহত ১

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের করাচিতে রোববার রাতে পাঁচতলা একটি আবাসিক ভবন ভেঙে পড়েছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ এবং গুরুতর আহতাবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করাচির ল্যারি শহরের লিয়াকত কলোনিতে ওই ভবনধসের ঘটনা ঘটে। এখন অনেক মানুষ ভেঙে পড়া ভবনটিতে আটকা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। জরাজীর্ণ ভবনটি ভেঙে ফেলতে আগেই বাসিন্দাদের নোটিশ দেয়া হয়েছিল। অনেক পরিবার আগেই তাদের ফ্ল্যাট খালি করে চলেও গিয়েছিল।

করাচির এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রোববার সকালে ওই ভবনে একটি বড় ফাটল দেখা দেয়। ফলে আতঙ্কিত হয়ে আরও বেশ কয়েকজন লোক তাদের অ্যাপার্টমেন্ট খালি করে অন্যত্র চলে যান।

জানা গেছে, ভবনটির ওপরে একটি গেস্ট হাউস এবং ৪০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ছিল।

কত লোক হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্ত।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। তারা এখন পর্যন্ত একটি মৃতদেহ ও ১০ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে। এখনও উদ্ধারকাজ চলছে।