করোনাঃ আশুগঞ্জে উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

করোনা উপসর্গ

জেলা প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফলাফল পেলে তার করোনা ছিল কিনা জানা যাবে।

তিনি উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।

ওই যুবকের চাচা জানান, তিনি বেশ কিছুদিন ধরে গলায় টনসিলের সমস্যায় ভুগছিলেন। এ সমস্যা নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার জ্বর ও কাশি দেখা দেয়। এমন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, হাসপাতাল থেকে আল আমিনের মৃত্যুর বিষয়টি জানানো হলে পুলিশের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে তার বাড়ির আশপাশের সব বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।