‘করোনার জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া মানে ব্যর্থ হওয়া নয়’

করোনার জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া মানে ব্যর্থ হওয়া নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকায় ১৫০ শয্যা বিশিষ্ট খন্দকার আলকাছ অ্যান্ড আমিনা বেসরকারি হাসপাতালের উদ্বোধন শেষে সংবাদিকদের এক প্রশ্নে জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, করোনায় শুধু দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়নি। বিশ্ববাসী করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনা সামলাতে আমেরিকা ব্রিটেন ভারতসহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রসমূহ হিমসিম খাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে দিনে তিন চার হাজার মানুষ মারা যাচ্ছেন। প্রতিবেশী রাষ্ট্র ভালো না থাকলে আমরাও ভালো হতে পারবো না। কোভিড নিয়ে আমরা ফাইট করতেছি। আমাদের কৌশল খুবই ভালো।

দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা তুলনামূলক ভাবে কম। প্রধানমন্ত্রী সাহসের সঙ্গে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। আবার দেশের ব্যবসা-বাণিজ্য চালু রেখেছেন। কোভিডকে আমরা ভ্যাকসিন নিয়ে আক্রমণ করবো। কোভিডের ভ্যাকসিন নিয়ে আমরা কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। আমাদের চুক্তি অনুযায়ী ভারত ভ্যাকসিন দিতে পারছে না বলে জানান মন্ত্রী।

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার এখন আমাদের বন্ধু রাষ্ট্র চীন-রাশিয়া থেকে ভ্যাকসিন আনবে। দেশের প্রাপ্ত বয়স্ক সকলকে ভ্যাকসিন নিতে হবে। নেয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আসন্ন বাজেটে করোনার ভ্যাকসিনকে অগ্রাধিকার দেয়া হবে। বাজেটে কোভিডের ভ্যাক্সিন খাতে অনেক বরাদ্দ দেয়া হয়েছে। কৃষি ও দরিদ্র মানুষের ভাতা পরিমাণ আরও বাড়িয়ে দেয়া হবে। শিক্ষা ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানো হবে।

এ সময় হাওর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উন্নয়নের নামে হাওরকে আমরা ধ্বংস করতে চাই না। এগুলো আমাদের সম্পদ।