করোনায় আক্রান্ত টাঙ্গাইলে আরও ২ জন

করোনা
জেলা প্রতিবেদকঃ টাঙ্গাইলে নতুন করে আরও দুইজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ভূঞাপুর উপজেলায় একজন এবং নাগরপুর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় নয়জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো।
টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, নাগরপুরের খাগুরিয়া গ্রামের ঢাকা ফেরত এক ব্যক্তি গত রোববার করোনায় আক্রান্ত হন। তার সঙ্গে একই মোটরসাইকেলে ঢাকা থেকে আসা এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত বলে আইইডিসিআর থেকে জানানো হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সদর ইউনিয়নের পানান গ্রামের বাসিন্দা। পরে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পানান ওই গ্রামের ৩০টি বাড়ি লকডাউন করেন।
অপরদিকে, ভুঞাপুরে উপজেলার জিগাতলা গ্রামের এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত বলে আইইডিসিআর থেকে জানানো হয়েছে। এ গ্রামে গত রোববার দুইজন করোনায় আক্রান্ত হওয়ার পর গ্রামটি লকডাউন করা হয়।
আক্রান্ত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।