করোনায় আক্রান্ত দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ ডিসি

নিজস্ব প্রতিবেদক: তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। সম্মেলন শুরুর ঠিক আগে দুইজন বিভাগীয় কমিশনার ও পাঁচজন ডিসি করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত কর্মকর্তারা হলেন- রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, রাজশাহী ও লক্ষ্মীপুরের ডিসি।

সম্মেলনকে কেন্দ্র করে বিভাগীয় কমিশনার ও ডিসিদের করোনা পরীক্ষা করা হয়। এতে মাঠ প্রশাসনের এই সাত কর্মকর্তার রিপোর্ট পজেটিভ এসেছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচ জেলা প্রশাসক (ডিসি) করোনায় আক্রান্ত হয়েছেন। এই জন্য মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় ডিসি সম্মেলনে তারা উপস্থিত হতে পারবেন না।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে। বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। করোনার কারণে এবার ভার্চুয়ালি জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবার সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।