করোনায় যেসব সতর্কতা অবলম্বন জরুরী

করোনাভাইরাস একটি বায়ুবাহিত রোগ। করোনা মূলত বাতাসের মাধ্যমে সংক্রমিত হয় বলে প্রমাণ পেয়েছেন এক দল গবেষক।

গবেষকরা বলছে, জনস্বাস্থ্য সংস্থাগুলো যদি বায়ুবাহিত ভাইরাস হিসেবে এটিকে চিহ্নিত করে ব্যবস্থা না নেয়, তবে মানুষকে সুরক্ষিত রাখা সম্ভব না। ভাইরাসটি আরও ছড়িয়ে পড়বে।

এসময় যেসব সতর্কতা মেনে চলা জরুরি

  • ভিড় এড়িয়ে চলুন।
  • বায়ুচলাচল কম এমন ঘরে প্রবেশ করবেন না। এটি ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
  • সামাজিক দূরত্ব বজায় রাখা।
  • ব্যাংকে, সুপারশপে বা দোকানে প্রবেশ করলে কম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।
  • এমন মাস্ক পরতে হবে, যেটি মুখের সঙ্গে লেগে থাকবে। কাপড়ের মাস্ক পরলে ৩ স্তরবিশিষ্ট হতে হবে।
  • সার্জিকেল মাস্ক পরলে উপরে একটি কাপড়ের মাস্ক পরে নিবেন; যাতে ভালোভাবে মাস্ক মুখে আটকে থাকে।
  • অফিসে যদি বদ্ধ ঘরে কাজ করতে হয়, সেক্ষেত্রে দরজা-জানালা খোলার ব্যবস্থা করতে হবে।
  • এসির ফিল্টারগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
  • বিভিন্ন অফিসে এ সময় কার্বন-ডাই-অক্সাইড মিটার, হেপা ফিল্টার, এয়ার ক্লিনারের ব্যবস্থা রাখতে পারে। এতে করে ধারণা পাওয়া যাবে ঘরে কতটুকু পরিমাণে বাতাস চলাচল করছে।
  • অবশ্যই সবসময় মাস্ক পড়ে থাকতে হবে।
  • কারও সঙ্গে কথা বলার সময় দূরত্ব বজায় রেখে অবশ্যই মাস্ক পরে কথা বলুন।
  • নিয়মিত হাত পরিষ্কার করুন।