করোনা নিয়ম ভেঙেছেন ভারতীয় ক্রিকেটার

খেলা ডেস্কঃ করোনা মহামারিতে যেখানে হিমশিম খাচ্ছে ভারত সেখানে নিয়ম ভেঙে পুলিশের তর্কে জোড়ালেন ভারতীয় জাতীয় দলে ক্রিকেটার পৃথ্বী শ। ভারতে করোনা প্রকোপ কমাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে প্রয়োজন হয় বিশেষ অনুমতি পত্রের কিন্তু তিনি তা গ্রহণ না করে অনুমতি ছাড়া বের হয়েছিলেন। তাতে ঘটে বিপত্তি পুলিশ আটকে দেয় তাকে। নিয়োগ ভঙ্গ করেন জাতীয় দলে এ টপ অর্ডার ব্যাটসম্যান। এজন্য অবশ্যক তাকে অনেকক্ষণ পুলিশি জেরার মুখে পড়তে হয়।

ভারতে আক্রান্তের দিক থেকে সামনের সারিতে অবস্থান মহারাষ্ট্রের। এজন্য অনেক আগেই লকডাউন পথে হেঁটেছে তারা। এ মুহূর্তে সাধারণ মানুষকে প্রয়োজনে রাজ্যের বাইরে যেতে হলে মানতে হচ্ছে বেশ কিছু প্রোটোকল। লকডাউনের মাঝে মুম্বাই থেকে গোয়া যাওয়ার পথে সেই প্রোটোকলের তোয়াক্কা করেননি পৃথ্বী।

বর্তমানে মুম্বাই থেকে অন্য রাজ্যে যেতে হলে সঙ্গে ই-পাস রাখা বাধ্যতামূলক। কিন্তু ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান গোয়া যাচ্ছিলেন ই-পাস ছাড়াই। মহারাষ্ট্রের আম্বোলিতে পৃথ্বীকে আটক করে পুলিশ। তার ই-পাস দেখতে চাওয়া হলে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক সেটি দেখাতে পারেননি। এজন্য বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয় পৃথ্বীকে।

এই ঘটনা অবশ্য বেশিদূর গড়ায়নি। পরে অনলাইনে নিজের ই-পাসের আবেদন করেন পৃথ্বী। অনতিপরে সেই ই-পাস পুলিশকে দেখানোর পরে ছাড়া পান তিনি। পরে নিজেই নিজের গাড়ি চালিয়ে গোয়ায় ছুটি কাটাতে যান পৃথ্বী।