করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রায় আড়াই লাখ টাকা অর্থদণ্ড

সিরাজগঞ্জ: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্যসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৬ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মে) দুপুরে ক্রাইমপেট্রোলকে এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দিনগত রাত পর্যন্ত জেলার সদর, উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখা, মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৩১টি মামলায় ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে মোট ২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড করা হয়।

গত ৪৫ দিনে জেলায় ৩০২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৭৬৮ মামলায় ১ হাজার ৯২৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৩৬ লাখ ২০ হাজার ৩১০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।