করোনা সংক্রমণ রোধে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন চাঁপাইনবাবগঞ্জের ৪ কর্মকর্তা 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রোল মডেল হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। গতবছর ২০২১ সালে করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ গুরুত্বপূর্ণ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জের বর্তমান সাবেক কর্মকর্তা পেয়েছেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএইচএম আব্দুর রকিব, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামদুর্যোগ সংকট মোকাবিলাক্যাটাগরিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছেন

শনিবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক।

 নারায়ণগঞ্জের জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ পদক পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর প্রতি। তিনি বলেন, প্রাণঘাতী করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাকর্মচারীরা। পদক পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে৷ কাজ করা অমানবিক পরিশ্রমের দিনগুলোর কথা খুব বেশি করে মনে পড়ছে। কৃতজ্ঞতা জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের সকল দপ্তর প্রধানগণের প্রতি। 

তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই চাঁপাইনবাবগঞ্জের সকল স্তরের জনপ্রতিনিধিগণসহ, সাংবাদিকগণ আম ব্যবসায়ীগণকে। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক চাঁপাইনবাবগঞ্জের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হয়েছে। এই অর্জনকে চাঁপাইনবাবগঞ্জের সকল জনগনের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।

পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বলেন, পুলিশ সুপার হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি করোনাকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জবাসীকে সেবা প্রদান, লকডাউন কার্যকর করোনা মোকাবেলায় ভূমিকা রাখার জন্য দূ্র্যোগ সংকট মোকাবিলা ক্যাটাগরিতে দলগতভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জের সকল শ্রেনী পেশার মানুষকে যারা আমাদের দায়িত্বপালনে সর্বাত্মক সহায়তা করেছেন। আমার সাফল্যের অংশীদার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যের। আমার এই পদক প্রাপ্তি ভবিষ্যত কর্মজীবনে দায়িত্ব পালনে আরও বেশী অনুপ্রাণিত করবে

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকপেয়েছেন ৩১ ব্যক্তি প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ৪টি সরকারি প্রতিষ্ঠান।