করোনা সন্দেহে ৭ প্রবাসীকে বিমানবন্দর থেকে হাসপাতালে

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে বিশ্বের ছয় দেশ থেকে আগত সাত প্রবাসী বাংলাদেশিকে হাসপাতালে পাঠিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের স্ক্যানারে তাদের শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়ায় বৃহস্পতিবার (১৯ মার্চ) তাদের সরাসরি রাজধানীর উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়ে। আগত প্রবাসীরা কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে এসেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, দেশে ফেরার পর থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করলে তাদের শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়ে। ওই সাতজনকে কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
চীনা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিমানবন্দরের পরিচালক বলেন, অন্য যাত্রীদের মতোই চীনা যাত্রীদের স্ক্রিনিং করা হয়। এরপর তারা চিকিৎসকের ব্রিফ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের কোয়ারেন্টিন অথবা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। শাহজালালের পরিচ্ছন্নতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় ট্রলি, সিঁড়ি, বসার জায়গা, প্যাসেজ দিনে দু’বার পরিষ্কার করা হচ্ছে।