কস্তা গেল জুভেন্টাসে

ক্রীড়া ডেস্ক: শাখতার দোনেৎস্ক থেকে দুই বছর আগে বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডগ্লাস কস্তা। অ্যালিয়েঞ্জ অ্যারেনার ক্লাবটি থেকে এবার ধার হিসেবে ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি।

এক বছরের চুক্তিতে জুভেন্টাসে এসেছেন কস্তা। এক অফিসিয়াল বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে জুভেন্টাস। প্রাথমিকভাবে কস্তার জন্য ৬ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত জুভেন্টাস। তবে বছর শেষে জুভেন্টাসে সব কিছু মিলিয়ে কস্তার মূল্য দাঁড়াবে ৪০ মিলিয়ন ইউরো।

বায়ার্নের সিইও কার্ল হেইঞ্জ রুমিনেগে কস্তার চুক্তি নিয়ে বলেন, ‘জরুরি ও কার্যকর বিষয় নিয়ে জুভেন্টাসের প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বায়ার্নের অর্থনৈতিক চাওয়া-পাওয়াও পরিপূর্ণ হয়েছে। ডগ্লাসের পারফরম্যান্সের জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই। দুইটি সফল মৌসুমে চারটি শিরোপা জেতার পর সে নতুন চ্যালেঞ্জ নিচ্ছে। আমরা তাকে শুভকামনা জানাই। ইতালিতে তাকে শুভকামনা জানাই।’