কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী নতুন ক্ষেপণস্ত্র তৈরি করছে ইরান

নিজস্ব প্রযুক্তিতে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণস্ত্রের কারখানা উদ্বোধন করলো ইরান।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) ইরানি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি এবং সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি এর উদ্বোধন করেন।

সম্প্রতি ইরানে ইসরাইলি হামলার আশঙ্কার বিষয়টি টেনে এতে ইরানি সেনাপ্রধান বলেন, শত্রুদের যেকোন হুমকির বিষয়ে চিন্তিত নয় তেহরান।

অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ সতর্ক করে বলেছেন, পরমাণু চুক্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে বিলম্ব হলে তা হবে বিপজ্জনক। আমরা আশা করি, বর্তমান বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের মতো হবে না। খুব দ্রুতই তারা পরমাণু চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে তারা যদি বিলম্ব করে তা হবে সবাই জন্যই খারাপ। দেশটির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।