কাঠালিয়ায় নির্বাচনের পর্যবেক্ষক কার্ড পেলেন না বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যরা

মোঃমোছাদ্দেক বিল্লাহ্ ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উপ নির্বাচনে কাঠালিয়ায় সদর ইউনিয়নের ১৬ এপ্রিল উপ নির্বাচনে কাঠালিয়া শাখা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যদের পর্যবেক্ষক কার্ড না দিয়ে সাংবাদিকদের অফিসে বসিয়ে রেখে চলে গেলেন নির্বাচন অফিসার। ১৫ এপ্রিল এ ঘটনাটি ঘটে। এ বিষয় জেলা নির্বাচন অফিসারকে ফোনের মাধ্যমে জানতে চাওয়া হলে তিনি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন বলে জানান। এ বিষয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কাঠালিয়া উপজেলার আহবায়ক এইচ এম বাদল জানান নির্বাচনে পর্যবেক্ষকের কার্ড পাওয়ার জন্য গত ১০ এপ্রিল নির্বচান কমিশনার বরাবর আবেদন করেন এবং কর্মরত সাংবাদিকদের তালিকাও দেন। এ বিষয় তিনি আরও বলেন ১৫ এপ্রিল সাংবাদিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন বলে জানালে আমি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার কিছু সময় পরেই বলেন আপনাদেরকে কার্ড দেওয়া হবে না বলে জানান, উপজেলা নির্বাচন অফিসার আইউব আলী। উপজেলা নির্বাচন অফিসার তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ফয়জুল আলম আমাকে আপনাদের ফোরামকে কার্ড দিতে নিষেধ করেছেন। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিলে তাকে না দেওয়ার জন্য কোন কথা বলিনি বলে জানান। কাঠালিয়া উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম রাসেল সিকদার জানান গত বছর কিছু অসাধু লোকের সাথে গোপন সম্পর্ক করে এ রকম কার্ড নিয়ে গরিমশি করেছিলেন। পরবর্তীতে পত্রিকায় লেখা-লেখির পরে কার্ড দিয়েছিলেন বলেও জানান তিনি। উপজেলা নির্বাচন অফিসার আইউব আলীর কু-কৃর্তির কথা স্থানীয় জনতা জানান যে, কার্ড ও ভোটার তালিকা করতে গেলে নানা রকম কৌশল করে অর্থ আত্মসাৎ করে বলেও অভিযোগ পাওয়া যায়। যারা উৎকোচ দিতে অনিচ্ছা প্রকাশ করেন তাদের ভোটার তালিকা ও আইর্ডি কার্ড নিয়ে নানাভাবে হয়রানি করে থাকেন বলেও জানা যায় সাধারন জনগনের কাছ থেকে। বর্তমানে সাধারন জনগনের মুখে শোনা যায় নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে মানুষ ভয় পাচ্ছে। এ নির্বাচন কমিশনার আইউব আলীর অধিনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারনে বিগত দিনে অনেক মানুষ ভোট দিতে যাননি। এ বারও জনগনের সেই সন্দেহ ও আতংক রয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ন আহবায়ব মোঃ রাজিব বলেন একটি সংগঠনের সাংবাদিকদেরকে কার্ড না দেওয়ার পিছনে কোন রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন বলেও তারা জানান। নির্বাচনে কোন প্রভাব খাটাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান তিনি।