অতিরিক্ত তাপমাত্রা

কাতারে শ্রমিকদের বাধ্যতামূলক বিশ্রামের নির্দেশ

কাতারে বর্তমানে তাপমাত্রা বেশি হওয়ায় অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও দিনের বেলার গরম এড়াতে নির্মাণখাতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

১ জুন থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের বাধ্যতামূলক বিশ্রাম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও দিনের বেলার গরম এড়াতেই এ সিদ্ধান্ত। এতে খুশি শ্রমকিরা।

কাতার সরকার প্রতি বছরই গরমের দিনে খোলা জায়গায় কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে এবার একটু আগেভাগেই জারি করা হলো এ নিষেধাজ্ঞা।