কাতালোনিয়ার স্বায়ত্তশাসান বাতিল, দায়িত্ব পেলেন উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করে আঞ্চলিক সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রীর হাতে।

শুক্রবার কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত আঞ্চলিক সরকার তাদের স্থানীয় পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ভোট দিলে সেখানে সরাসরি কেন্দ্রীয় শাসন জারির ঘোষণা দেয় মাদ্রিদ। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার সকালে কাতালান নেতাদের বহিষ্কার করে কাতালোনিয়ার শাসনভার দেওয়া হয়েছে উপপ্রধানমন্ত্রী সরায়া সায়েঞ্জ ডি সান্তামারিয়ার হাতে।

এর আগে কাতালোনিয়া আঞ্চলিক পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বহিষ্কার করে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় পুলিশ।

অবশ্য কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পরপরই শুক্রবার আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দেওয়া ও কাতালান নেতাদের বহিষ্কারের ঘোষণা দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ২১ ডিসেম্বর তিনি আগাম নির্বাচনের ঘোষণা দেন।

কাতালোনিয়ার স্বাধীনতা ও স্পেনের ঐক্যের পক্ষে-বিপক্ষে বার্সেলোনায় বিশাল সমাবেশ হচ্ছে। শনিবার তা আরো বড় আকার ধারণা করবে বলে আশা কারা হচ্ছে। তবে এর সঙ্গে আশঙ্কাও করা হচ্ছে, বার্সেলোনায় সংঘাত ছড়িয়ে পড়ে তা গৃহযুদ্ধে রূপ নিতে পারে।

কাতালোনিয়ার সবশেষ খবর পড়ুন :
* কাতালান পুলিশ প্রধানের ক্ষমতা কেড়ে নেওয়া হলো
* কোন পথে কাতালোনিয়া?

তথ্যসূত্র : বিবিসি অনলাইন