কাফরুলে মাথার খুলি ও হাড় উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়ার একটি বাসা থেকে বিপুল পরিমাণ মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে পূর্ব কাজীপাড়ার ইটখোলার ১৮৩/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়। এ ঘটনায় নূরুজ্জামান ওরফে কামরুজ্জামান নামের এক ব্যক্তি আটক রয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে কতগুলো মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। তিনি বলেন, ওই ভবনের দ্বিতীয় তলায় কার্টুনভর্তি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তি আটক হয়েছেন। এর সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

কাফরুল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম ঘটনাস্থল থেকে বলেন, আটক ব্যক্তির নাম কামরুজ্জামান (২৬)। সে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্র। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।