কাবুল সফরে আইএসআই প্রধান

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের দখলে যাওয়ার পর প্রথমবারের মতো কাবুল সফর করলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ।

তালেবান নেতাদের আমন্ত্রণে আইএসআই প্রধান আফগানিস্তান সফর করছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন।

এর আগে তালেবান বাহিনী জানিয়েছিল, শনিবার তাদের নয়া সরকারের মন্ত্রিসভা ঘোষিত হতে পারে এবং পরিকল্পিত ওই ঘোষণার দিন জেনারেল হামিদ কাবুলে সফরে যান। যদিও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পিছিয়ে দেয় তালেবান নেতারা।

প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি প্রতিনিধিদল নিয়ে ফাইজ হামিদ কাবুলে পৌঁছেছেন। জনপ্রিয় আফগান নিউজ চ্যানেল টোলো নিউজ এরই মধ্যে জেনারেল হামিদের কাবুল সফরের একটি ছবি প্রকাশ করেছে।

তালেবান বাহিনীর হাতে কাবুলের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর ফাইজ হামিদ হচ্ছেন আফগানিস্তান সফরকারী সবচেয়ে পদস্থ পাকিস্তানি কোনো কর্মকর্তা। তালেবানের আমন্ত্রণে সফরটি অনুষ্ঠিত হচ্ছে বলে এরই মধ্যে ঘোষণা এসেছে।

সফরকালে আইএসআই প্রধান নিজের তালেবানি সমকক্ষ নাজিবুল্লাহসহ বাহিনীটির অন্যান্য কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।