কারখানায় এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ থাকার তথ্য জানা গেছে

গাজীপুর : টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ থাকার তথ্য জানা গেছে।

ওই কারখানার পাশে জেলা প্রশাসন স্থাপিত কন্ট্রোল রুম থেকে সোমবার সকালে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার ১১ জন নিখোঁজ থানার তথ্য জানানো হয়।

নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিরা হলেন- মাগুরা সদরের চনপুর ইগরন গ্রামের আব্দুস ছালেক মোল্লার ছেলে কাজিম উদ্দিন (৩৬)। তিনি ওই কারখানায় সহকারী অপারেটর হিসেবে কাজ করতেন।

এছাড়া কারখানার সহকারী অপারেটর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উকলমি গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), পরিচ্ছন্ন কর্মী গাজীপুরের টঙ্গীর আমতলী বস্তিনর গ্রামের রাজেশ বাবু (২২), হেলপার লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শিবপুর আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ, প্রিন্টিং অপারেটর সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার জিগার বাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫), একই গ্রামের সুলতান গাজীর ছেলে আনিসুর রহমান (৩০)।

ফ্লোর হেলপার কিশোরগঞ্জের হোসেনপুর থানার মেসেরা গ্রামের আব্বাস আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), সিনিয়র অপারেটর চাঁদপুরের কচুয়া উপজেলার পলাখান গ্রামে ইউসুফ পাটোয়ারীর ছেলে নাসির পাটোয়ারি ও কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি গ্রামের তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০), মেশিন অপারেটর ফরিদপুরের বোয়ালমারী থানার ভিমনগর গ্রামের মোজাম মোল্লার ছেলে চুন্নু মোল্লা (২১), শ্রমিক সিলেটের গোলাপগঞ্জ থানার দক্ষিণ ফানিশাইল গ্রামের আবদুল করিমের ছেলে রেদোয়ান আহমেদ ও সিলেটের বিয়ানিবাজার উপজেলার আলীনগর গ্রামের তুমিজ উদ্দিনের ছেলে জয়নুল ইসলাম নিখোঁজ রয়েছেন।