কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড়ের আশপাশ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে গাড়ি চলাচল করেছে থেমে থেমে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কালিয়াকৈরের বংশাই ব্রিজের দুই সাইট কিছুটা দেবে গেছে। ফলে ব্রিজের ওপর দিয়ে এক লেনে গাড়ি চলাচল করছে। তা ছাড়া ওই মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলে এলেঙ্গা পর্যন্ত চার লেনে উন্নতিকরণের কাজ চলছে। মহাসড়কের গাজীপুর অংশে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এ সব কারণে গাড়ি চলাচল করছে ধীর গতিতে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরো জানান, বেলা সাড়ে ১১টা নাগাদ এ যানজট ওই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে তিনদিকে (গাজীপুরের দিকে কোনাবাড়ি, ঢাকার দিকে বাড়ইপাড়া এবং টাঙ্গাইলের দিকে বোর্ডঘর পর্যন্ত) অন্তত ১৫ কিলোমিটার ছড়িয়ে পড়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।