কালীগঞ্জে উপকূল এক্সপ্রেস ট্রেনে আগুন

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়ায় নোয়াখালীগামী যাত্রীবাহী উপকূল এক্সপ্রেস (৭১২) ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে।

এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ২৬ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। তবে আহতদের অবস্থা খুব বেশী গুরুতর নয় বলে জানান স্থানীয়রা।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার দিলিপ চন্দ্র দাস।

উপকূল এক্সপ্রেস ট্রেনের নিরাপত্তা পরিচালক আইনুদ্দিন জানান, পৌনে ৫ টার দিকে পূবাইল রেল স্টেশন ত্যাগ করে ট্রেনটি। পরে ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়ায় পেছন থেকে দ্বিতীয় নম্বর বগিতে আগুন লাগে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। অগ্নিকাণ্ডের উৎপত্তি ট্রেনের নিজস্ব জেনারেটর থেকে হয়েছে বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বগির মাঝখানের কালো রাবার প্লাস্টিক থেকে হঠাৎ অগ্নিকাণ্ড  ঘটে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ২৫/২৬ জন যাত্রী আহত হয়েছে। তবে আহত ওই যাত্রীদের আঘাত গুরুতর নয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মো. আব্দুস সাত্তার জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।