কালীগঞ্জে ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : ষড়ঋতুর আমাদের এ প্রিয় বাংলাদেশ। প্রাকৃতিক ঋতু পরিক্রমায় এখন শীতকাল। শীতের হাড় কাঁপানো ঠান্ডায় ইতোমধ্যে কাঁপন শুরু হয়েছে। কাঁপন শুরু হবেই না বা কেন? মাঘের শীতে বাঘও কাবু হয়। আর মানুষ তো হবেই। বাস্তবতা হচ্ছে দেশজুড়ে এখন প্রচ- শীত। শুধু শীত নয়_ শুরু হয়েছে রীতিমতো শৈত্যপ্রবাহও। কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে বৃদ্ধ, অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষরা যারপরনাই শীতে দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া ছিন্নমূল হাজারো মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।
অসহায় ছিন্নমূল মানষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।কালীগঞ্জের ফ্রেন্ডস্ ফাউন্ডেশন প্রায় ৩ শ শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে।অনুষ্ঠানে ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের পরিচালক ইমরান নাজমুল কপোল, প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান মিজু,প্রদীপ কুমার সরকার,হাবিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।