কাল হলো বড়দিন

লাইফস্টাইল ডেস্ক : ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে বা বড়দিন। যিশু খ্রিষ্ট্রের জন্মের এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে উৎসবমুখর আমেজে। প্রিয়জনকে বড়দিনে উপহার দেওয়ার পাশাপাশি বড়দিনে নিজের বাসার জন্য ক্রিসমাস ট্রি কিনে তা সাজানোর প্রচলন রয়েছে।

সাধারণত কনিফার জাতীয় গাছ বা এর পাতা দিয়ে তৈরি করা হয় ক্রিসমাস ট্রি। কিন্তু তা সহজলভ্য না হওয়ায় এবং ঘরে পর্যাপ্ত জায়গার অভাবে, বিভিন্নভাবে প্রতীকী ক্রিসমাস ট্রি সাজানো হয়। জেনে নিন, ঘরে কীভাবে প্রতীকী ক্রিসমাস ট্রি তৈরি করবেন।

১. বুক শেলফে থাকা বইগুলো দিয়ে কিংবা গাছের কিছু ডালপালা ও পাতা দিয়ে সাজাতে পারেন প্রতীকী ক্রিসমাস ট্রি।

২. একাধিক মই এর মধ্যে লাইট জুড়ে দিয়ে কিংবা ক্রিসমাস ট্রির ওয়ালম্যাট দিয়েও সাজাতে পারেন প্রতীকী ক্রিসমাস ট্রি।

৩. গাছের কিছু টুকরো দিয়ে সহজেই তৈরি করতে পারেন প্রতীকী ক্রিসমাস ট্রি।

৪. কাঠের কাঠামো ফুল ও লাইটের সাহায্যে সাজিয়ে কিংবা বেলুন দিয়েও তৈরি করতে পারেন প্রতীকী ক্রিসমাস ট্রি।

৫. দেয়ালে মরিচ বাতি ক্রিসমাস ট্রি’র আদলে পেরেক দিয়ে আটকিয়ে কিংবা ডেকোরেটিভ বল দিয়েও তৈরি করতে পারেন প্রতীকী ক্রিসমাস ট্রি।

৬. কাঠের স্ট্যান্ড ও কাচের বোতল দিয়েও তৈরি করতে পারেন প্রতীকী ক্রিসমাস ট্রি।

৭. আইসক্রিমের অনেকগুলো কাঠি ক্রিসমাস ট্রি’র আদলে ঝুলিয়ে কিংবা একটি কাঠের প্যানেলে ক্রিসমাস টি’র আদলে স্প্রে পেইন্ট করে তাতে নানা কিছু ঝুলিয়ে তৈরি করতে পারেন প্রতীকী ক্রিসমাস ট্রি।

৮. গাছ আকৃতির কাঠামোয় মরিচা বাতি পেচিয়ে কিংবা দেওয়ালে রঙিন বিভিন্ন বস্তু আটকিয়ে তৈরি করতে পারেন প্রতীকী ক্রিসমাস ট্রি।

এ ধরনের আরো নানা কিছু দিয়ে নিজের পছন্দমতো প্রতীকী ক্রিসমাস ট্রি তৈরি করতে পারেন সহজেই।