কাশিমপুর কারাগারে বাদীর সঙ্গে বিয়ে হলো কয়েদির

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ মে) বিকেলে হাইকোর্টের আদেশে উভয়পক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আসামি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া। বাদীর বাড়িও কিশোরগঞ্জের একই এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার তানিয়া ফারজানা জানান, হাইকোর্টের নির্দেশে এই বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে কারা অফিস কক্ষে উভয়ের পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। নাঈম মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারের পর ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি যান।