কাশ্মীরে বন্ধুকযুদ্ধ, দুই অস্ত্রধারী নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই অস্ত্রধারী নিহত হয়েছেন। মঙ্গলবার অঞ্চলটির সোফিয়ান জেলায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টাগুলি চালালে দুই অস্ত্রধারী মারা যান। এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গত কয়েক দিন ধরেই উত্তেজনা বাড়ছে জম্মু-কাশ্মীরে। এক সপ্তাহে অস্ত্রধারীদের গুলিতে মারা গেছেন অন্তত সাতজন বেসামরিক মানুষ।