দিতে হচ্ছে দ্বিগুন খাজনা

কাহালুতে শেষপর্যায়ে জমে উঠেছে কোরবানির পশুরহাট

কাহালু (বগুড়া) প্রতিনিধি: চলমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সরকারি বিধি নিষেধ মানার শর্তে বগুড়ার কাহালু উপজেলার পাঁচটি হাটে কোরবানির পশু বিক্রির অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। সময় কম থাকায় উপচে পড়া ভিড় দেখা গিয়েছে কোরবানির পশু কেনা-বেচার হাটগুলোতে। তবে পৌর এলাকার ভেতরে লাগা হাটের চেয়ে অন্যন্য হাটে দ্বিগুন খাজনা আদায় করতে দেখা গিয়েছে। এতে করে বেশ ভোগান্তিতে পরতে হচ্ছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের।

উপজেলার কাহালু মাদ্রাসা মাঠ, বিবিরপুকুর, জামগ্রাম, দুর্গাপুর ও মাল া এই মোট ৫টি হাটে কোরবানির পশু বিক্রির অনুমতি রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে পশু কেনা-বেচা জমে উঠলেও কোন কোন হাটে সরকারি বিধি নিষেধ মানা হলেও আবার কোন কোন হাটে সরকারি বিধি নিষেধ মানা হচ্ছেনা।

উপজেলার কোরবানির পশুরহাট গুলো ঘুরে লক্ষ্য করা গেছে পৌর এলকার ভেতরে বসা কাহালু সিঃ সিঃ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে সরকারি বিধি নিষেধের উপর অনেকটা গুরুত্ব দিয়েই এখানে কোরবানির পশু কেনা-বেচা হচ্ছে। সেইসাথে উপজেলার অনুমোদিত পাঁচটি পশুরহাটের মধ্যে তুলনা-মূলকভাবে এখানে খাজনাও অনেকটা কম। প্রতি গরুর বিপরীতে ছাপ দিতে হচ্ছে ৬০০টাকা।

অপরদিকে কাহালু মাদ্রসা মাঠের হাটের চেয়ে প্রায় দ্বিগুণ কাহালুর বিবিরপুকুর হাটের খাজনা। এখানে ৪০০ টাকার খাজনা ১ হাজার টাকা আদায় করতে দেখা গিয়েছে।

এদিকে করোনা পরিস্থিতির মধ্যে সরকারি বিধি নিষেধ মানাতে স্থানীয় প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করলেও অন্যান্য স্থানের মত অনুমোদিত কোরবানির পশুরহাটেও মানা হচ্ছেনা সরকারি বিধি নিষেধ। অধিকাংশ হাটে দেখা মেলেনা ইজারাদারের সাথে।

তবে হাটে যারা খাজনা আদায় করছেন তারা বলছেন আমরা হাটে হাত ধোয়ার ব্যাবস্থা করেছি এবং সবাইকে মাস্ক দিচ্ছি। আমরা মাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচার করলেও কেউ শুনছেন আবার কেউ শুনছেন-না। খাজনা বেশী নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে আদায়কারীরা বলেছেন, ইজারাদার যেভাবে বলেছে সেইভাবেই খাজনা আদায় করা হচ্ছে।

কাহালু হাটের ইজারাদারের পক্ষ থেকে বলা হয়েছে সরকারি বিধি নিষেধ মেনেই এখানে পশু কেনা-বেচা হচ্ছে। অন্যদিকে বিবিরপুকুর হাটের ইজারাদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান জানান, খাজনা বেশী নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে।