কিংবদন্তি ইমরান খানকেও ছাড়িয়ে গেলেন সরফরাজ

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। তার নেতৃত্বে ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে পাকিস্তান। সেবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ফাইনালে তুলেছিলেন তিনি।

সোমবার রাতে কিংবদন্তি ইমরান খানকেও ছাড়িয়ে গেলেন সরফরাজ আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর মোহাম্মদ আমিরকে নিয়ে দলের হাল ধরেন সরফরাজ। শেষ পর্যন্ত ৭৯ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তোলেন। পাশাপাশি হয়ে যান পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে রান তাড়া করতে নেমে ৫০ এর অধিক রান করেছেন এবং দলকে সেমিফাইনালে তুলেছেন। তার আগে কেউ এমনটি করতে পারেননি।

সরফরাজের ৬১ রানের ইনিংসে কোনো ছক্কার মার ছিল না। তবে ৫টি চারের মার ছিল। তার সঙ্গে ৪৩ বল খেলে ২৮ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আমির। দলের বিপর্যয়ের মুখে বোলার হয়েও সরফরাজ আহমেদকে দারুণ সঙ্গ দিয়েছেন তিনি।