কী জানতে চায় বিশ্ব?

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠার পাশাপাশি সৃষ্টি হয়েছে আশা ও স্বপ্নের দোলাচল।

আমরা যদি সার্চ ইঞ্জিন গুগলের দিকে তাকাই, তাহলে দেখা যায়, কোনো কোনো দেশের শতভাগ ইন্টারনেট ব্যবহারকারী তাদের গুগল সার্চে হিলারি ও ট্রাম্পের জয়-পরাজয় সম্পর্কে জানতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের নাগরিকরা তো জানতে চাইছে, বাকি বিশ্বটাও জানতে চাইছে, কে জিততে চলেছেন- হিলারি না কি ট্রাম্প? গত সাত দিনে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকায় ইন্টারনেট ব্যবহারকারীরা বেশি বার সার্চ দিয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে।

কয়েক ঘণ্টা বাদে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের শীর্ষ পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচন ঠিক করবে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রের নায়ক কে হচ্ছেন। যদি হিলারি হন, তাহলে কার কী সুবিধা অথবা যদি ট্রাম্প প্রেসিডেন্ট হন, তার কাছ থেকে কে কী প্রত্যাশা করছেন? এবার দেখে নেওয়া যাক, কোনো মহাদেশের মানুষ প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে কী জানতে চাইছে।

ইউরোপ : ইউরোপের মধ্যে আয়ারল্যান্ডের জনগণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সবচেয়ে বেশিবার সার্চ দিয়েছেন। অনলাইন বিটিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান তারা। তাদের সার্চে গুরুত্ব পেয়েছে ‘ট্রাম্পের জয়’ নিয়ে। কি ওয়ার্ড ‘ট্রাম্প উইন’ লিখে বেশি সার্চ দিয়েছেন আইরিশরা। অনেক অনলাইন বিটার ট্রাম্পের জয় নিয়ে উদ্বিগ্ন। একটি বিটিং ওয়েবসাইট হিলারির পক্ষে ১ দশমিক ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এশিয়া : এশিয়ার মধ্যে সিঙ্গাপুরের মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশিবার সার্চ দিয়েছেন। তারা নির্বাচনের পূর্বাভাস জানতে চেয়েছেন, জানতে চেয়েছেন ডলারের উত্থান-পতন। ডো জোনস ও গ্রুপন শেয়ারের দাম সম্পর্কে জানতে চেয়েছেন তারা।

হিলারির ইমেইল ইস্যুতে নতুন করে এফবিআই তদন্তের ঘোষণা দিলে ডো জোনসে শেয়ারের পতন হয় ১২৫ পয়েন্ট পর্যন্ত। কিন্তু রোববার এফবিআই হিলারিকে নির্দোষ ঘোষণা দিলে, এর শেয়ার মূল্য আবার বেড়ে যায়।

আফ্রিকা : ঘানার জনগণ জানতে চেয়েছে, নির্বাচন কখন হচ্ছে। উগান্ডার লোকজন জানতে চেয়েছে সর্বশেষ জরিপে হিলারির অবস্থান কেমন। নাইজেরিয়ার মানুষ হিলারির অবস্থান জানতে চেয়েছে, সেই সঙ্গে তারা সিএনএনের জরিপের ফলাফল সম্পর্কে খোঁজ নিয়েছে। কেনিয়ার লোকেরা কে কত ভোট পেতে যাচ্ছেন, সে সম্পর্কে জানতে চেয়েছে।

অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার মানুষ ভোটের ফলাফল সম্পর্কে বেশিবার সার্চ দিয়েছে। সময় অঞ্চল অনুযায়ী, অস্ট্রেলিয়ার সময় এগিয়ে। ফলে ঠিক কখন ভোট হবে, কখন ফলাফল ঘোষণা হবে, তা সঠিকভাবে জানার উপায় সম্পর্কে সার্চ দিয়েছে তারা। নিউ জিল্যান্ডের লোকেরা জানতে চেয়েছেন হিলারি, এফবিআই, জেমস কোমি ও ইমেইল ইস্যু সম্পর্কে।

উত্তর আমেরিকা : উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র বাদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে কানাডায়। দেশটিতে হিলারি, ইমেইল, এফবিআই ও জেমস কোমি সম্পর্কে বারবার সার্চ দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকা : বিশ্বের অন্যান্য মহাদেশের মতো দক্ষিণ আমেরিকাতেও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব, তবে তুলনামূলকভাবে তা কম।