কুনিও হত্যা মামলায় হাসপাতালের চার ডাক্তারসহ ৭ জনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চার ডাক্তারসহ ৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এ নিয়ে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।

বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক জানান, মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার ফরেন্দ্রনাথ গোস্বামী, ডা. রবি শংকর মণ্ডল, ডা. নারায়ণ চন্দ্র সাহা ও ডা. রফিকুল ইসলাম। এ ছাড়া জমশেদ আলী, মজনু মিয়া ও মতিয়ার রহমান আদালতে সাক্ষ্য দেন। আগামী ২ ও ৫ ফেব্রয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোসি কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে হোসি কুনিওকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় জেএমবির জঙ্গিরা হত্যা করে।