কুয়াকাটা সংলগ্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন, পায়রা বন্দরে ২ নম্বর সংকেত

কহিনুর স্টাফ রির্পোটারঃ  পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নি ঝড় মিগজাউম আরো উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল সোমবার থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখন পর্যন্ত শান্ত রয়েছে। কিছুটা বাতাসের চাপ লক্ষ করা যাচ্ছে।
ঘূর্নিঝড় মিগজাউম আজ সকাল ৬টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ১,৩৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১,৩৪৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১,৫০০ কিলোমিটার ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ১,৫৩০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিল।
তাই দেশের সব সমুদ্র বন্দরকে ০২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে বেশির ভাগ মাছধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।