কুসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক সাক্কু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু।

মনোনয়ন পেয়ে ঢাকা থেকে কুমিল্লা ফিরে মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তার প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, কুমিল্লায় বিএনপিতে অতীতে গ্রুপিং থাকলেও এখন তা নেই। আমাদের নেত্রী বেগম জিয়া সে গ্রুপিং মিটিয়ে দিয়েছেন। কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমরা সবসময় একসঙ্গে থাকব।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু আরো বলেন, বিগত বছর বিএনপি এই নির্বাচনে আসেনি। এ জন্য দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছি, কারণ জনগণের সঙ্গে আমাকে থাকতে হবে। এবার দল তাকে মনোনয়ন দিয়েছে, তাই দলের প্রতি কৃতজ্ঞ।

তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা সম্পর্কে বলেন, তাকে আমি ছোট বোনের মতো দেখি। তিনি আমার পরিষদে কাউন্সিলর ছিলেন। সীমা সিটি করপোরেশনে কম আসতেন, তবে মিটিং থাকলে আসতেন। তিনি অনেক ভদ্র মেয়ে। কেউ আমার বিরুদ্ধে বললেও আমি তার বিরুদ্ধে কিছু বলবো না। তার দল তাকে মনোনয়ন দিয়েছে। তিনি বিজয়ী হতে চাইবেন, আমিও বিজয়ী হতে চাইব।

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি কুসিকের প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হন।