কুড়িগ্রামে অংশ নেন ৫ লক্ষাধিক মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি : জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামবাসীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক হওয়ার আহবান জানান।

আজ বুধবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে এ ভিডিও কনফারেন্সে জেলাবাসীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সটিতে কুড়িগ্রামবাসী অংশগ্রহণ করেন। কনফারেন্সে জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মেহেরুল করিম, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, ৪৫ বিজিবি পরিচালক লে. কর্ণেল মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলসহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, কৃষক, সাধারণ মানুষসহ সাবেক ছিটবাসীরা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্স জেলার ৮৭৬টি পয়েন্টে বিভিন্ন শ্রেণিপেশার ৫ লক্ষাধিক মানুষ অংশ নেয়।

এ ছাড়াও প্রধানমন্ত্রী পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ও গাইবান্ধা জেলাবাসীর উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।