বৈশাখের সকালে ময়মনসিংহে ঘন কুয়াশা

ময়মনসিংহ প্রতিনিধিঃ সারাদেশের বিভিন্ন এলাকায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেছে। সারাদিন প্রচণ্ড তাপপ্রবাহ ও রাতে তীব্র গরমে মানুষের জীবন হাঁসফাঁস। এমন তাপদাহের মধ্যে বৈশাখের সকালে ময়মনসিংহে দেখা মিলল পৌষের ঘন কুয়াশা। যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটে ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া খালপাড়ে এমন দৃশ্যের দেখা মেলে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তারা বলেন, ভোরে হাঁটতে বের হয়ে ঘন কুয়াশা দেখতে পেয়েছেন তারা। ধান গাছের ডগায় কুয়াশা জমে থাকতেও দেখা গেছে। এমন আজব দৃশ্য এর আগে কখনো দেখেননি তারা, এমন অভিমতও প্রকাশ করেন বয়োবৃদ্ধরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, আজও ময়মনসিংহ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমের মাঝে এমন দৃশ্য দেখা অস্বাভাবিক কিছু না। আসলে দিন এবং রাতের প্রচণ্ড তাপদাহের কারণে জলীয় বাষ্পও কুয়াশার মতো দেখা যেতে পারে। তবে আমি বর্তমানে দেশের বাইরে আছি। দেশে থাকলে হয়তো পর্যবেক্ষণ করে আরও কিছু বলা যেত।