কুড়িগ্রামে আট মাদকবিক্রেতা আটক

আটক

জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ স্থানীয় ‘ইয়াবা সম্রাট’খ্যাত মাদকবিক্রেতা শাহ আলমকে (৪০) আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক কিনতে আসা আরও সাত মাদককারবারিকেও আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক শাহ আলম রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের আলজেস আলীর ছেলে।

আটক হওয়া অন্যান্যরা হলো- টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ইসলামপুর গ্রামের কাশেম শেখের ছেলে আব্দুল মান্নান (৩৫), একই উপজেলার পাইসকা গ্রামের গৌরাঙ্গ সূত্রধরের ছেলে সুজন সূত্রধর (৩২), ইসলামপুর গ্রামের শাহাজামালের ছেলে শরিফ (৩০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ নামাজের চর গ্রামের আকবর আলীর ছেলে রবি চান মিয়া (২৯), একই এলাকার নাসিম উদ্দিনের ছেলে শান্ত হোসেন (২৬), নূর হোসেনের ছেলে মিজানুর রহমান (২৩), মংলা শেখের ছেলে বাবু মিয়া (২৪)।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের কাছে তথ্য ছিল একটি আন্তঃজেলা মাদক চোরাকারবারি দল ইয়াবার সেম্পল (নমুনা) দেখতে উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকা চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটার শাহ আলমের বাড়িতে অবস্থান করছে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে এসআই তুহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৮শ’ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক হওয়া শাহ আলম দীর্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।