কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলার ১৩টি ভোটকেন্দ্রে সকল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিনভর এসব সরঞ্জাম সব কেন্দ্রে পাঠানো হয়।

সিলেট সিনিয়র নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, বুধবার সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সিলেটে কেন্দ্র রয়েছে ১৩টি। সব কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ আনুষাঙ্গিক সকল সরঞ্জাম পুলিশ প্রহরায় পাঠানো হয়েছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, প্রত্যেক ভোটকেন্দ্রে ৮ জন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেক উপজেলায় চারটি করে মোবাইল টিম থাকবে।

প্রসঙ্গত, সিলেট জেলা পরিষদ নির্বাচনে লড়ছেন ৪ চেয়ারম্যান প্রার্থী, ১০৫ সদস্য প্রার্থী এবং ২৮ জন নারী সদস্য প্রার্থী। সিলেটে মোট ভোটার রয়েছেন ১৪৯৩ জন।