কেশবপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের কেশবপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।

নিহত ডাকাত ইউনুস আলী সানা (৪০) সাতক্ষীরার আশাশুনী উপজেলার মনিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোরে কেশবপুর উপজেলার চার রাস্তার মোড়ে ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে।

কেশবপুর থানার এসআই রকিব হোসেন বলেন, গোপন সূত্রে তারা জানতে পারেন-  কেশবপুরের দেউলি চার রাস্তার মোড়ে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। এ খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে।

এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। একইসঙ্গে একটি শার্টারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। পরে নিহতের লাশ শনাক্ত করা হয়েছে।

পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।