কেশবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

মেহেদী হাসান,কেশবপুর (যশোর) থেকেঃ বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কেশবপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। বুধবার ভোরে কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ন আহবায়কের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সকাল ৮টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট কিসমত আলী, যশোর জেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আযাহারুল ইসলাম মানিক, যশোর জেলা ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, যশোর জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক পলাশ মল্লিক, কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক খন্দকার আব্দুল আজিজ, কেশবপুর উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মোঃ মাহাবুবুর রহমান, ৩নং মজিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন মিলন, উপজেলা ছাত্রলীগের অন্যতম ছাত্র নেতা কাওসার হোসেন রুবেল, রায়হান কবির, জসিম, নাসিমসহ প্রমুখ। উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ছাত্র অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের পাশাপাশি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দেলনে অগ্রভাবে থেকে নেতৃত্ব দেন। দিবসটি উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।