কে এই ভূমি দস্যু ডাঃ মোর্শেদা? সরকারী খাস জমি লিজের প্রবণতা দেখিয়ে বিক্রয় করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

নিজেস্ব প্রতিবেদকঃ  গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল মৌজার চক্রবর্তী পুলিশ ফাড়ির সংলগ্ন পানিশাইলে সরকারী ১৩২ শতাংশ খাস জমি মিথ্যা লিজ দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে বিক্রয়ের নামে নামমাত্র ষ্ট্যাম্প দিয়ে সাফ কবলা দলিল নামে প্রতারনা করে সাধারন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা। এখানেই থেমে থাকেনি ভূমিদস্যু ডাঃ মোর্শেদা তার রয়েছে এখানে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী মোর্শেদার সন্ত্রাসী বাহিনীর প্রধান ১। আবু সাইদ, পিতা- হারিজ উদ্দিন, সাং- পানিশাইল, ২। আমান উল্লাহ, পিতা- অজ্ঞাত, ৩। মুকুল, পিতা- অজ্ঞাত, ৪। জুয়েল, পিতা- অজ্ঞাত, ৫। রুবেল- পিতা- অজ্ঞাত, ৬। গিয়াস- পিতা- অজ্ঞাত সহ ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী তাদের দিয়ে বিভিন্ন সময় মোর্শেদার বিক্রিত জমির দখলদারদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। কোন প্লট মালিক সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে তাদেরকে মারধর, ভয়ভীতি , মিথ্যা মামলা, হয়রানী সহ বাড়ী থেকে জোড় পূর্বক বের করে দিতেও দিধাবোধ করেনা ভূমিদস্যু মোর্শেদা। বিভিন্ন সময় মোর্শেদা নিজেই কখনও মানবাধিকার কর্মী আবার কখনও আওয়ামী লীগের নেত্রী পরিচয় দিয়ে আসছে এই ভূমিদস্যু মোর্শেদা। গত ২৭-১০-২০১৭ইং তারিখ রাত আনুমানিক ৭.০০ টার দিকে আলাল উদ্দিন নামের এক বাড়িওয়ালাকে মোর্শেদার উপস্থিতিতে মোর্শেদার প্রধান সহযোগী আবু সাইদ, গিয়াস, রুবেল সহ ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় রামদা, হকি স্টিক, লোহার সাবল, সহ আলাল উদ্দিন কে বাড়ী থেকে জোড় পূর্বক বের করে দেওয়ার সময় বাক-বিতর্কে জড়িয়ে পরে ভূমিদস্যু মোর্শেদা তার কেডার বাহিনী। তাদেরকে এক পর্যায়ে এলাকার সমস্ত লোক ঘিরে ফেলে মোর্শেদাকে বসবাস রত প্লট মালিকরা পূর্ণাঙ্গ লিজের কাগজ চাহিলে মোর্শেদা এক পর্যায়ে চড়াও হইয়া নিজেই লাথি, ঘুসি মারতে থাকে এবং আবু সাইদ ও মোর্শেদা প্রকাশ্যে সবাইকে প্রাণ নাশের হুমকি দেয়। আগামী এক সপ্তাহের মধ্যে সবাইকে তার জায়গা ছেড়ে চলে যেতে হুমকি দেয়। অন্যথায় সকলকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উচ্ছেদ করিবার কথা বলিয়া উচ্চ শব্দে গালাগালি করিতে থাকে। ঘটনাটি স্থানীয় চক্রবর্তী পুলিশ ফাড়ি অবগত হইলে রাত আনুমানিক ৯.০০ টার দিকে মোর্শেদাকে ওই জায়গা থেকে চক্রবর্তী পুলিশ ফাড়ি উদ্ধার করে। এই সময় বসবাস রত আব্দুল কাদের ও মোশাররফ নামের দুই বাড়ীওয়ালাকে জিজ্ঞাসা বাদের জন্য ডেকে আনে স্থানীয় চক্রবর্তী পুলিশ ফাড়ি। ২৮-১০-২০১৭ইং তারিখ রোজ শনিবার সকাল ৯.০০ টার দিকে ঘটনাস্থলে একদল সাংবাদিক সংবাদ সংরক্ষন করতে গেলে ভোক্তভোগীরা সাংবাদিকদের এ তথ্যগুলো জানায়। ঘটনাস্থল থেকে ডাঃ মোর্শেদার ব্যবহারকৃত মোবাইল ফোনে ঘটনাটি জানতে চাইলে ভূমিদস্যু ডাঃ মোর্শেদা অনৈতিক আচরন করে সাংবাদিকদের সাথে এ সময় মামলার হুমকি দেয় ভূমিদস্যু ডাঃ মোর্শেদা।